Logo
Logo

সারাদেশ

সোনারগাঁয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:০৪

সোনারগাঁয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৭) এবং সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নিহত আশরাফুল আলম সোনারগাঁয়ের মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং অসিম দাউদকান্দির ড. মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। জানা যায়, তারা দুই বন্ধু সোনারগাঁ ঘুরতে এসেছিলেন এবং বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

সোনারগাঁ হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মেঘনা ব্রিজের চট্টগ্রামগামী লেনে সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সজীব হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর