Logo
Logo

সারাদেশ

সাদপন্থিদের নিষিদ্ধের দাবি ‘তৌহিদি জনতার’

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩

সাদপন্থিদের নিষিদ্ধের দাবি ‘তৌহিদি জনতার’

গাজীপুরের শ্রীপুরে তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তৌহিদি জনতা। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে এ দাবি জানান তারা। 

এ সময় শ্রীপুর মারকাজ মসজিদে সাদপন্থিদের কার্যক্রম বন্ধসহ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদি জনতার এ মিছিল শ্রীপুর থানার মোড় থেকে শুরু করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উলামায়ে কেরামের ১০ সদস্যর একটি প্রতিনিধি দল শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট তাদের দাবিগুলো পেশ করেন।

 এ সময় উপস্থিত ছিলেন, মাওনা চৌরাস্তার জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম আবু সাঈদ সুফি, মাওনা চৌরাস্তা দারুল উলুম কওমি মাদরাসা মুহতামিম মুফতি জামাল উদ্দিন, শ্রীপুর উপজেলা ইসলামি ঐক্যজোটের সভাপতি মুফতি শামীম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘সাদপন্থিরা সন্ত্রাসী কায়দায় জুবায়ের অনুসারীদের ওপর হামলা করে চারজনকে খুন করেছে। তারা বাংলাদেশবিরোধী শক্তির দোসর হিসেবে ভূমিকা পালন করছে। এই অপশক্তিকে প্রতিহত করা শুধু আলেমদের কাজ নয়, এটি রাষ্ট্র ও প্রশাসনেরও কাজ।’

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ১০ সদস্যর একটি টিম এসে টঙ্গী ইজতেমা মাঠে হত্যাকণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং শ্রীপুর মারকার্য মসজিদের সাদপন্থিদের সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আতাউর রহমান সোহেল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর