ফেনীর তিনশতাধিক রাজনৈতিক মামলার তালিকা আইন মন্ত্রণালয়ে
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০১
শেখ হাসিনা সরকারের আমলে ফেনীতে দায়ের করা ৩১৫টি রাজনৈতিক মামলা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ে ওই মামলাগুলোর তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন খান।
প্রথম ধাপে ফেনী সদর মডেল থানায় বিএনপির ১৮৯টি এবং জামায়াতের ৫৬টি মামলাসহ ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া থানায় ৪০টি মামলা পাঠানো হয়েছে। এসব মামলায় প্রায় ১০ হাজার নেতাকর্মী আসামি রয়েছেন। এর মধ্যে ১৬টি অস্ত্র মামলাও অন্তর্ভুক্ত রয়েছে।
পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন খান বলেন, এসব মামলা বিশেষত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের। বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং পরে দায়ের করা হয়। তিনি জানান, অনেক মামলাকেই গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মেজবাহ উদ্দিন খান আরও জানান, আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় একটি নির্দিষ্ট ছক তৈরি করে মামলার বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। যাতে সংশ্লিষ্ট জেলার নাম, আদালতের নাম, মামলার নম্বর, এজাহারকারী বা নালিশকারীর নাম, আসামির সংখ্যা এবং মামলার তদন্ত বা বিচারাধীন অবস্থা সম্পর্কে সব তথ্য সন্নিবেশ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব মামলা প্রত্যাহারের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দলীয় নেতাকর্মীদের হয়রানি বন্ধ হবে।
এমরান পাটোয়ারী/এমবি