তিনদিন পর নদীতে ভেসে উঠল নিখোঁজ গৃহবধূর মরদেহ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
বগুড়ার ধুনটে তিনদিন পর নিখোঁজ গৃহবধূ আয়েশা খাতুনের (২০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের ঝাঁঝড় ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ভোর ৬টায় একই ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের আবু বক্করের স্ত্রী আয়েশা খাতুন পার্শ্ববর্তী বাঙ্গালি নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায়, আবু বক্কর তার স্ত্রীকে খুঁজতে নদীতে যান। সেখানে তার স্ত্রীর স্যান্ডেল দেখতে পেলেও আয়েশাকে কোথাও খুঁজে পাননি। এরপর তিনি স্থানীয়দের খবর দেন। নদীতে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া হয়।
খবর পেয়ে সকাল ১১টায় ধুনট ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযানে সফল না হওয়ায় ফিরে যায় ফায়ার সার্ভিসের দল। তবে সন্ধ্যার পরেও আয়েশা খাতুনের কোনো সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার শৈলমারী গ্রামের ঝাঁঝড় ঘাট এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করেছে।
এমবি