বৈসাবি উৎসবের দিনে এসএসসি পরীক্ষা পরিবর্তনের দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২৫
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবির দিনে এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ সদস্য ধনঞ্জয় ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা, সাধারণ সম্পাদক পিন্টু চাকমা, শিক্ষার্থী প্রতিনিধি অনিন্দা চাকমা প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবির দিনে নির্ধারিত এসএসসির পরীক্ষার তারিখ পরিবর্তনপূর্বক নতুন রুটিন প্রকাশ এবং উৎসব উদযাপন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫দিনের সরকারি ছুটি দাবি জানান।
মানববন্ধন শেষে অর্ন্তবর্তীকালীন সরকার বরাবর খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
ছোটন বিশ্বাস/এমজে