ফেনীতে স্বৈরাচার ঠিকাদারদের বিল বাজেয়াপ্ত করার দাবি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের গুপ্ত হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বক্তব্যকালে ছাত্র সংগঠক ওমর ফারুক শুভ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো দেশে থেকে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বৈরাচারীরা ফেনীতে ঠিকাদারির নামে লুটপাট করেছে। সরকারি দপ্তরে বসে থাকা তাদের দোসররা এখনো গোপনে স্বৈরাচারীদের বিল পরিশোধ করছে। আর রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই বিল তুলে তারা এখন ছাত্র সংগঠকদের গুপ্ত হত্যার কাজে খরচ করছে।
তিনি বলেন, এখন থেকে ফেনীর কোনো সরকারি দপ্তর থেকে শুসেন, জানে আলম, জিতু, আদরসহ স্বৈরাচারী ঠিকাদারের কোনো বিল পরিশোধ করা যাবে না। তাদের সকল বিল বাজেয়াপ্ত করতে হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক আবদুল কাইয়ুম সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোহাইমিন তাজিম, কামরুল হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাত্র প্রতিনিধি আশিক নোমান, ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রসংগঠন ওমর ফারুক ও নুর হোসেন, সদর উপজেলার প্রতিনিধি বদরুদ্দোজা নোবেল, ওমর ফারুক শুভ, দাগনভূঞা প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ।
এমরান পাটোয়ারী/এমবি