ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৩২
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ মানুষেরা। জনপ্রশাসন মন্ত্রণালয় তার বদলির আদেশ প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তার বদলির আদেশের খবরে আমতলী উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ২০২২ সালের ১১ ডিসেম্বর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন মুহাম্মদ আশরাফুল আলম। এরপর থেকে তিনি আমতলী উন্নয়নসহ সার্বিক বিষয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। কিন্তু গত ১৮ ডিসেম্বর উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কুমিল্লায় বদলি করা হয়। এই বদলির আদেশ উপজেলায় ছড়িয়ে পরলে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সর্বস্তরের মানুষ তার এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় আমতলী উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ দ্রুত প্রত্যাহার না করলে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক আটকে দেওয়া হবে। প্রয়োজনে মানববন্ধনসহ উপজেলা শাডসাউন কর্মসূচি ঘোষণার কর্মসূচি গ্রহণ করা হবে।
আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা বলেন, বদলির আদেশ প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার একজন সৎ মানুষ। এমন একজন সৎ মানুষের বদলি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তার বদলির আদেশ স্থগিতের দাবি জানান তিনি।
বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার একজন সৎ মানুষ। তার বদলির আদেশে আমিও চিন্তিত। চেষ্টা করছি যাতে তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়।
এমবি