কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে অস্ত্রসহ ৩ ডাকাতের আত্মসমর্পণ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮
কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে অস্ত্রসহ ৩ ডাকাত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে তারা আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন রুপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান ও কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
এর আগে রূপালী ব্যাংকে ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রাখে পুলিশ ও র্যাব। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছিল। পরে বিকেল সাড়ে ৫টার দিকে যৌথবাহিনীর কাছে তিন ডাকাত আত্মসমর্পণ করে।
জানা গেছে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।
এমএমএন/এমজে