ছবি : প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক ছানা’র নেতৃত্বে গাইবান্ধায় এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের মুন্সিপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টারি মোড় থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক ছানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, সাঘাটা উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল মিঠুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক নেতাকর্মী।
আতিকুর রহমান/এমআই