Logo
Logo

সারাদেশ

পঞ্চগড়ের কিশোরকে ফেরত দিল বিএসএফ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:০৫

পঞ্চগড়ের কিশোরকে ফেরত দিল বিএসএফ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা পঞ্চগড়ের কিশোর আবু রায়হান ওরফে ওয়াসিম হাসানকে (১৭) বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরকে হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে সীমান্ত এলাকা থেকে কিশোরকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

আবু রায়হানের বাবা রেজাউল করিম বলেন, আমাদের বাড়ি সীমান্তের কাছে। ভুলবশত ছেলে সীমান্ত এলাকায় চলে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। বিজিবির প্রচেষ্টায় তাকে ফেরত পাওয়া গেছে। এখন তাকে আদালতের মাধ্যমে আনতে হবে।

নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপি কমান্ডার শফিকুল ইসলাম বলেন, ‘পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরকে ফেরত নেওয়া হয়েছে। তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ বলেন, ‘বিজিবি কিশোরকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পাসপোর্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।’

এসকে দোয়েল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর