Logo
Logo

সারাদেশ

সিলেট গ্যাস ফিল্ডে দুদকের অভিযান

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪

সিলেট গ্যাস ফিল্ডে দুদকের অভিযান

অবৈধ পন্থায় দুই কোটি টাকা ভাতা প্রদানের অভিযোগ পেয়ে সিলেট গ্যাস ফিল্ডে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনভর অনুসন্ধানমূলক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশারাফ উদ্দিন ও জুয়েল মজুমদার এতে নেতৃত্ব দেন। 

এ সময় গ্যাস ফিল্ডের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে দুদকের টিম।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুসন্ধানকালে চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ১৯৫ জন কর্মচারীকে অবৈধভাবে ওভারটাইমের ভাতা প্রদানের প্রাথমিক সত্যতা পায় দুদক। এই পাঁচ মাসে গ্যাস ফিল্ড ২ কোটি ৮৬ হাজার টাকা ওভারটাইম হিসেবে পেলেও কর্মচারীদের দেওয়া ওভারটাইম পেয়েছেন ২ কোটি ৩৫ লাখ টাকা।

দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, দিনভর অভিযানে নিবন্ধিত কর্মচারী ছাড়াও অতিরিক্ত ২৭ কর্মচারীকে বেতন প্রদানের তথ্য পায় দুদক। এ সব বিষয়ে অধিকতর তদন্তের জন্য বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।

ভাতা সংক্রান্ত অনিয়মের বিষয় স্বীকার করেছেন সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে গ্যাস ফিল্ড স্বতন্ত্রভাবে তদন্ত করবে।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর