Logo
Logo

সারাদেশ

শাহপরীর দ্বীপে অভিযানে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:৫৩

শাহপরীর দ্বীপে অভিযানে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে একটি ইঞ্জিন চালিত বোটসহ সাতজন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় একটি বোটসহ ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপ কর্তৃক সাবরাং সৈকত এলাকা সংলগ্ন সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক সোয়া ২টায় মিয়ানমার হতে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট প্রবেশ করতে দেখা যায়। বোটের গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দিলে অতি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

পরে অভিযানিক দল বোটটি সাবরাং সংলগ্ন সমুদ্র এলাকা হতে আটক করতে সক্ষম হয়। এ সময় বোটটি তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবাসহ সাত মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর