Logo
Logo

সারাদেশ

পর্যটন শিল্পে রেকর্ড বাণিজ্য : খাগড়াছড়িতে দেড়শ কোটি টাকার লেনদেন

Icon

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা খাগড়াছড়ি পর্যটন শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি করছে। সারা বছরই পর্যটকের পদচারণায় মুখর জেলাটি চলতি পর্যটন মৌসুমে আরও জমজমাট হয়ে ওঠেছে। 

জেলার আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, ঝুলন্ত ব্রিজসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করছে। বিশেষত খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালিতে যাতায়াত সহজ হওয়ায় পর্যটকদের ভিড় বাড়ছে।

পাহাড়ি এই অঞ্চলের পর্যটন সংশ্লিষ্ট খাতগুলোতে প্রতিবছর প্রায় ১৫০ কোটি টাকার বাণিজ্য হয়। এ বছরও হোটেল-মোটেল, রিসোর্ট এবং পরিবহন খাতে উল্লেখযোগ্য আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। পর্যটকরা এ জেলায় আসায় পরিবহন সেক্টর থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীরা দারুণভাবে লাভবান হচ্ছেন।

আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্রকিরণ ত্রিপুরা জানান, ‘চলতি মৌসুমে প্রতিদিন আলুটিলায় ১৫শ’ থেকে ২ হাজার পর্যটক আসছেন। ৪০ টাকা প্রবেশ ফি বাবদ এখান থেকে বছরে প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা রাজস্ব আদায় হয়।’

খাগড়াছড়ি মোটেল মালিক সমিতির সহসভাপতি স্বপন কুমার দেবনাথ বলেন, ‘বর্তমান মৌসুমে আমাদের হোটেল-মোটেলের প্রায় সব রুম বুকিং হয়ে গেছে। পর্যটকদের আনাগোনায় মাসিক আনুমানিক ১০ কোটি টাকার লেনদেন হচ্ছে।’

এদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য স্থানীয় প্রশাসন বেশ সক্রিয়। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘আমরা পর্যটকদের নিরাপত্তায় সবসময় সজাগ। আলুটিলা, রিছাং ঝরনা এবং অন্যান্য স্পটে মোবাইল টিম কাজ করছে। এছাড়াও পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পর্যটক সোহেল ও জাকির বলেন, ‘এখানে ঘুরে খুবই ভালো লেগেছে। আলুটিলা, মায়াবিনী লেকসহ বিভিন্ন স্পটের সৌন্দর্য ক্যামেরায় ধারণ করা সম্ভব নয়। এখানকার পরিবেশ আর প্রাকৃতিক দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো।’

স্থানীয় ব্যবসায়ীদের মতে, পর্যটনের এই ধারা অব্যাহত থাকলে খাগড়াছড়ি পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে। চলতি মৌসুমে সাপ্তাহিক ছুটিতে অন্তত ৩০ হাজার পর্যটকের সমাগম হয়েছে বলে ধারণা করছেন তারা।

এআরএস/এটিআর/এনআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর