Logo
Logo

সারাদেশ

বাংলাদেশের গোলাপ বাগানে ভারতীয় যুবক, অবশেষে ধরা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:০৫

বাংলাদেশের গোলাপ বাগানে ভারতীয় যুবক, অবশেষে ধরা

ছবি : প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গোলাপ বাগানের মধ্যে লুকিয়ে থাকাবস্থায় সুপ্রদীপ হালদার (২১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )। 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সুপ্রদীপ হালদার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা গ্রামের সুভাষ হালদারের ছেলে।

৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, ‘গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরে সীমান্ত এলাকা স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে অবস্থান করি। তখন রুহল আমিনের গোলাপ বাগানের মধ্যে লুকিয়ে থাকাবস্থায় ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়। পরে তাকে মহেশপুর থানায় পাঠানো হয়েছে।’

এম বুরহান উদ্দীন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর