খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ৭ম কাউন্সিল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
ছবি : প্রতিনিধি
‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক, আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ৭ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা আহ্বায়ক কমিটির আয়োজনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির খাগড়াছড়ি সদর শাখার আহ্বায়ক রাপ্রু মগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘সংগঠনটির খাগড়াছড়ি জেলা প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা।
মারমা যুব ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি চিংহ্লামং মারমা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনটির খাগড়াছড়ি জেলা সভাপতি কংচাইরী মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, স্থায়ী কমিটির সদস্য মংশি মারমা।
সভায় বক্তারা বলেন, ‘তিন পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে মারমা সম্প্রদায় জনগোষ্ঠী অবহেলিত। অন্যান্য সম্প্রদায়ের থেকে পিছিয়ে আছে। তারা কেবল বৈষম্যের শিকার হয়েছে । নতুন কমিটির প্রতিনিধিদের কোনো প্রকার বৈষম্য বা ভেদাভেদ না করে যুব সমাজের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।’
ছোটন বিশ্বাস/এমআই