Logo
Logo

সারাদেশ

পাথর শ্রমিকদের জালে মিলল পরিত্যক্ত রাইফেল

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫

পাথর শ্রমিকদের জালে মিলল পরিত্যক্ত রাইফেল

ছবি : প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে পাথর শ্রমিকদের জালে মিলেছে পরিত্যক্ত একটি রাইফেল ও ১০ রাউন্ড গুলি। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেগুলো উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকায় মহানন্দা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলসহ গুলিগুলো উদ্ধার করেন ১৮ বিজিবির  গোয়ালগছ ক্যাম্পের সদস্যরা। 

জানা গেছে, বিকেলে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে পাথর তুলছিলেন পাথর শ্রমিকরা। পাথর তোলার এক পর্যায়ে তাদের জালে এই পুরাতন অস্ত্রটি উঠে আসে। পরে বিজিবিকে খবর দিলে গোয়ালগছ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুরাতন মরিচা ধরা অস্ত্রসহ গুলিগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, ‘মহানন্দা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রটি কোন সময়কার তা বলা মুশকিল। কারণ অস্ত্রটি লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ায় অস্ত্রের গায়ে কোনো লেখা বুঝা যাচ্ছে না।’

এসকে দোয়েল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর