ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪১
ছবি : প্রতিনিধি
ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল স্কুল পাড়ায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর রাতে যৌথবাহিনী এই অভিযান চালায়। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি ও একটি দেশী পিস্তল এবং একটি সুটারগান।
যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৫ আগস্ট ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম হিরন চেয়ারম্যানের মৃত্যুর পর তার বাসায় লুটপাট হয়। এ সময় তার নিজস্ব দলের লোক এবং দুষ্কৃতিকারীরা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যায়। লুট করা অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে ওই চক্র।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের নিরাপত্তার স্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম বুরহান উদ্দীন/এমআই