Logo
Logo

সারাদেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫০

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ফেনী শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদার। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী, উপপরিদর্শক আবু তাহের এবং সহকারী পরিদর্শক আবুল বশর নেতৃত্বে একটি টিম। 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে কালিপাল ও দশমীঘাট এলাকা থেকে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে আবুল হোসেন শাকিল (২৫), নাঙ্গলকোট উপজেলার আবু তাহেরের ছেলে মো. পারভেজ (২২) এবং বপাঁছগাছিয়া ইউনিয়নের জালাল আহমেদের ছেলে একরাম হোসেনকে (২০) ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার আটককৃত তিন আসামিকে ১৫ দিন করে কারাদণ্ড ও ১ শত টাকা করে জরিমানা প্রদান করেন। পরে কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, ফেনী জেলায় মাদক নিয়ন্ত্রণে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।  নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে জেলা প্রশাসনের সহযোগিতায় মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমরান পাটোয়ারী/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর