Logo
Logo

সারাদেশ

কুমিল্লায় ফসলি জমির মাটি কাটায় জেল-জরিমানা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ২০:১৭

কুমিল্লায় ফসলি জমির মাটি কাটায় জেল-জরিমানা

ছবি : প্রতিনিধি

কুমিল্লায় ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে পৃথক অভিযানে অপরাধীদের জেল ও ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ।

জানা গেছে, উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের গোয়ালগাও এলাকায় ২ জনকে ১৫ দিনের জেল এবং ১ লাখ করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

পৃথক আরেকটি অভিযানে বারপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় একজনকে ৩ লাখ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। পৃথক আরেকটি অভিযানে বারপাড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিজয়পুর ইউনিয়নের চৌধুরীখোলা এলাকায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সকল অপরাধীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পুলিশ  ও আনসার বাহিনীর সহযোগিতায় জনস্বার্থে মোবাইল কোর্টের এসব অভিযান অব্যাহত থাকবে।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর