Logo
Logo

সারাদেশ

কিশোরগঞ্জে আ.লীগ নেতা বোরহানউদ্দিন গ্রেপ্তার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ২১:০৫

কিশোরগঞ্জে আ.লীগ নেতা বোরহানউদ্দিন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিনকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বৌলাই হাবিবনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

র‌্যাব-১৪'র (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বোরহানউদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার এজাহারভুক্ত আসামি। তার নামে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, গ্রেপ্তারকৃত বোরহানউদ্দিনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আবদুর রউফ ভূইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর