পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়ায় শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ৯ কোটি টাকা মূল্যের ক্রিষ্টাল আইস ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক যুবক, দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী গ্রামের ধর্ম নারায়নের ছেলে হরসিত রায় (২২)।
জানা গেছে, উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিষ্টাল আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ ওই যুবককে আটক করে বিজিবি।
রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিজিবির অভিযানে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী দোয়েল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালায়। অভিযানে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিষ্টাল আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ হরসিত রায়কে আটক করা হয়। যার সর্বমোট বাজার মূল্য ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত ক্রিষ্টাল আইস ও হেরোইন অধিক শনাক্তকরণের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
এসকে দোয়েল/এমআই