Logo
Logo

সারাদেশ

জামালপুরে তাবলীগ ও তাওহিদি জনতার মানববন্ধন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩

জামালপুরে তাবলীগ ও তাওহিদি জনতার মানববন্ধন

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর বর্বরোচিত হামলা ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের ফৌজদারি মোড়ে ‘তাবলীগ জামাত ও তাওহিদি জনতা, জামালপুর  জেলা’র উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

দুই ঘণ্টা ব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন মুফতি শামসুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন- মাওলানা মুফতি গোলাম মোস্তফা কামাল, মুফতি মনিরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ্, মাওলানা আবুল কাসেম প্রমুখ।

বক্তারা বলেন, সাদ পন্থিরা খুনি। এরা সন্ত্রাসীদের দোসর হিসেবে কাজ করছে দেশকে ধ্বংস করার জন্য । ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা আর চুপ করে থাকতে পারি না। টঙ্গীর ইজতেমায় তারা যে সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের ভাইদের খুন করেছে। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন বক্তব্যরা। 

আবুল কাশেম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর