Logo
Logo

সারাদেশ

‘সাহিত্য মানুষের মনকে বিকশিত করে’

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১

‘সাহিত্য মানুষের মনকে বিকশিত করে’

বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয় পাবনার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাঙালি সাহিত্য সম্মেলন আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশব্যাপী কবি সাহিত্যিকদের নিয়ে প্রকাশনা উৎসব, গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাহাতাব বিশ্বাস গ্রীণ সিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস।

তিনি বলেন, সাহিত্য মানুষের মনকে বিকশিত করে এবং তাদের লিখনির মাধ্যমে সমাজ পরিবর্তন ঘটে। কবিতা সংসদের এই আয়োজনকে সাধুবাদ জানাই।

সাহিত্য সম্মেলনটি শুভ উদ্বোধন করেন আমিন উদ্দিন আইন কলেজ পাবনার অধ্যক্ষ কবি আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও চিকিৎসক কোহিনুর বেগম শিউলি এবং কৃষিবিদ জাফর সাদিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদার। স্বাগত বক্তব্য দেন কবি ও গল্পকার জেবুন্নেছা ববিন এবং সঞ্চালনা করেন কবি অশ্রু সাগর আনোয়ার।

এই আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত কবি সাহিত্যিকরা কবিতা পাঠ করেন। পরে গুণীজন সম্মাননা প্রদান এবং সংগঠনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এমন একটি মহতী আয়োজনের মাধ্যমে সাহিত্য চর্চা এবং সামাজিক অবদানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর