Logo
Logo

সারাদেশ

খুলনায় প্রবীণ সাংবা‌দিক হারুনের ইন্তেকাল

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৩

খুলনায় প্রবীণ সাংবা‌দিক হারুনের ইন্তেকাল

খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার প্রবীণ সাংবাদিক হারুন অর রশিদ (৫৭) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শ‌নিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় খুলনায় আদ্-দ্বীন হাসপাতা‌লের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার প‌রিবার সূ‌ত্রে জানা যায়, সাংবাদিক হারুন অর রশিদ কিডনি জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২ ডিসেম্বর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে সোমবার (১৬ ডিসেম্বর) আইসিইউতে ভর্তি করা হয়। তি‌নি চি‌কিৎসাধীন অবস্থায় শ‌নিবার বেলা ২টার দি‌কে মৃত্যুবরণ ক‌রেন।

হারুন অর রশিদ ১৯৬৯ সালের ২ মার্চ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রা‌মে ভাড়া বাড়িতে থাকতেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। 

মেয়ে হুমায়রা বিনতে হারুন খুলনার সরকারি পাইওনিয়ার কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছেলে সানি সাদমান অয়ন শিশু ওয়ানে পড়ে। তার স্ত্রী সেলিমা রশিদ সালমা প্যারালাইজড আক্রান্ত হয়ে গত তিন বছর ধরেই শয্যাশায়ী। 

হারুন অর রশিদ অত্যন্ত সহজ, সরল, সদালাপী, মিষ্টভাষী এবং সৎ মানুষ ছিলেন। খুবই সাধারণ জীবনযাপন কর‌তেন ব‌লে তার সহকর্মীরা জানান। তার মৃত্যুতে খুলনার সাংবা‌দিক অঙ্গনে শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে।

এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর