টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৭
মুন্সীগেঞ্জর টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাড়ী প্রেসক্লাব হলরুমে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আক্তার লাকুরিয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু।
সভায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহসভাপতি শেখ সোহাগ, সাংবাদিক মোজাফর হোসেন, সামসুদ্দিন তুহিন, মাসুম হাসান আফিফ, মো. নাজমুল হাসান পিন্টু, কাদির খান, হোসেন হাওলাদার প্রমুখ।
সভায় সংবাদকর্মীরা বিগত সরকারের সময়ের পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি চলমান বিভিন্ন সমস্যা সমাধানে বিএনপি নেতার প্রতি আহ্বান জানান।
এমবি/এআরএস