ন্যায়-ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করতে চায় জামায়াত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৯
বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মঙ্গল রাষ্ট্র কায়েমের জন্য কাজ করছে বলে জানিয়েছেন দলটির কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
শনিবার (২১ ডিসেম্বর) ফেনী সদরের কে এম হাট হাইস্কুল মাঠে ফরহাদনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মুসার। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো. কামরুজ্জামান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি দিদারুল আলম মজুমদার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু তৈয়্যব, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, যারা দেশটা বিক্রি করে জাতির গলায় গোলামীর জিঞ্জির পরাতে চেয়েছিল তারা আজ তাদের প্রভুদের দেশে আশ্রয় নিয়েছে। তারা এই দেশকে কখনো নিজের দেশ মনে করতো না। তাই তারা তাদের আন্ডা বাচ্চা কেউ এই দেশে বসবাস করতো না।
তিনি আরও বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকে হত্যা করেছে। গণহত্যা চালিয়ে নারী-পুরুষ শিশু কিশোরদের জীবন কেড়ে নিয়ে যুদ্ধে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে।
লিয়াকত আলী ভূঁইয়া বলেন, জামায়াত এই দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মঙ্গল রাষ্ট্র কায়েমের জন্য কাজ করছে। দেশের মানুষ এখন দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি থেকে মুক্ত একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছে।
এমবি