Logo
Logo

সারাদেশ

সীমান্তে ৩ কোটি টাকার পণ্য জব্দ করল বিজিবি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৯

সীমান্তে ৩ কোটি টাকার পণ্য জব্দ করল বিজিবি

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তে অভিযান চালিয়ে তিন কোটি দুই লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ ডিসেম্বর) জেলার কয়েকটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসব পণ্য জব্দ করেন ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি'র সদস্যরা।

বিজিবি জানায়, শনিবার বিভিন্ন সময়ে সিলেট ও সুনামগঞ্জের বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার ও উৎমা বিওপি’র সদস্যরা অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস, বিভিন্ন প্রকার কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা ও কিশমিশ এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ ও মোবাইল ফোন জব্দ করে।

এছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করেছে বিজিবি। জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ ৭ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।

রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর