Logo
Logo

সারাদেশ

বংশী নদী থেকে তরুণের মরদেহ উদ্ধার

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ২১:০০

বংশী নদী থেকে তরুণের মরদেহ উদ্ধার

সাভারের বংশী নদী থেকে রুদ্র ইসলাম (১৭) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ দিন ধরে ওই তরুণ নিখোঁজ ছিল বলে জানা যায়।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সাভারের বংশী নদীর ফুলবাড়িয়া এলাকার মাছঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুদ্র ইসলাম (১৭) কুষ্টিয়া জেলা সদর থানার খলিসাকন্ডি এলাকার হোসেন আলীর ছেলে। সে পরিবারের সাথে সাভারের পানপাড়া এলাকায় থাকতো বলে জানা গেছে।

নিহতের খালা রোজিনা আক্তার বলেন, আজ থেকে ৪ দিন আগে স্থানীয় কয়েকজন ছেলেদের সাথে ঘুরতে গিয়ে সে নিখোঁজ হয়। যাদের সাথে গেছে তাদের নাম আমি জানি না, তাদের চিনিও না। আমি গার্মেন্টসে চাকরি করি। আজকে শুনি একজনের লাশ বংশী নদীতে ভেসে উঠছে। পরে খবর পেয়ে নদীর পাড়ে এসে দেখি রুদ্রের লাশ ভেসে আছে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে রুদ্র নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, নদীতে ভাসমান অবস্থায় ১৭ বছর বয়সী এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর