Logo
Logo

সারাদেশ

ডাকাতিয়া নদীভাঙ্গনে বিপদে ৪০০ পরিবার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১০:০৮

ডাকাতিয়া নদীভাঙ্গনে বিপদে ৪০০ পরিবার

ছবি : বাংলাদেশের খবর

ডাকাতিয়া নদীভাঙ্গনে গত ১০ বছরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলার ৪নং ওয়ার্ডের জমাদার বাড়ি, খান বাড়ি ও গাজী বাড়ির প্রায় দেড়শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। এ এলাকার আরও চার শতাধিক ঘরবাড়ি ভাঙ্গন আতঙ্কে রয়েছে।

এদিকে গেল এক সপ্তাহে নদীভাঙ্গনে ১৫টি পরিবার একদম নিঃস্ব হয়ে পড়েছে। ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদরাসাসহ স্থানীয় কবরস্থান ও প্রাথমিক বিদ্যালয়।

ভয়াবহ এই পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে শুক্রবার (৮ নভেম্বর) সকালে ভাঙ্গন কবলিত এলাকায় মানববন্ধন করেছে  হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ, চাঁদপুর জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে একাধিকবার স্মারকলিপি দেয়া হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সবশেষ গত সপ্তাহে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করলেও, ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গাছতলা ডাকাতিয়া এলাকা নদীভাঙ্গন থেকে রক্ষা করার জন্য জরুরি ভিত্তিতে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

এটিআর



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর