ফেনীতে ঢাকা থেকে পরশুরামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে ফুলগাজীর আনন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, শনিবার রাতে ঢাকার বাইতুল মোকাররম মসজিদে মহফিল শেষে ফেরার পথে ফুলগাজীর আনন্দপুর এলাকায় বাসটি মারাত্মকভাবে দুর্ঘটনায় শিকার হয়। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাসটির যাত্রীরা পরশুরাম উপজেলার সলিয়া, চিথলিয়া, মির্জানগর ও বক্সমাহমুদ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, যাত্রীবাহী বাসটি দুর্ঘটনায় পতিত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের উদ্ধার করে আমাদের গাড়িতে ১২-১৩ জনকে এবং সিএনজি অটোরিকশায় আরও ৫-৭ জনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমরান পাটোয়ারী/এমবি