Logo
Logo

সারাদেশ

পাহাড়ের খ্রীস্টান পল্লীতে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৫১

পাহাড়ের খ্রীস্টান পল্লীতে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতাপাড়ায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

`দি ম্যাজেস্টিক টাইগারস'-এর অধিনায়কের পক্ষে চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষঙ্গিক মসলা বিতরণ করেন সেনা সাব জোনের সাবজোন কমান্ডার। 

অনুদান পেয়ে প্রাতাপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্টিস্ট চার্চের ধর্মগুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি  পাকত্লিরং বম বলেন, এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগিতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।

বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, চার্চগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

সোহেল কান্তি নাথ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর