এসএসসির তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৭
২০২৫ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকালে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আদিবাসী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চহ্লাপ্রু মারমার সভাপতিত্বে ও উক্যনু মারমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলাঅং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাম্রাসাই মারমা, বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী সাচিং মারমা, এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা, সুনেশ চাকমা প্রমুখ।
এসময় বক্তারা পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উৎসবের দিনে নির্ধারিত এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশের দাবি জানান।
এছাড়াও মানববন্ধন থেকে বৈসাবি উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচদিন সরকারি ছুটির দাবি জানানো হয়।
ছোটন বিশ্বাস/এটিআর/ওএফ