Logo
Logo

সারাদেশ

ঘন কুয়াশায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭

ঘন কুয়াশায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

ছবি : বাংলাদেশের খবর

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে মেঘনা নদীর অজ্ঞাত স্থানে এ ঘটনা ঘটে। এতে দুই লঞ্চের বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে রাত ২টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালের প্রিন্স আওলাদ-১০ এবং বরিশাল থেকে ছেড়ে আসা এমভি কীর্তনখোলা-১০ হরিণাঘাটের কাছাকাছি মেঘনা নদী অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলা ১০ লঞ্চটির ফেন্ডার ভেঙে নদীতে পড়ে যায়।

কীর্তনখোলা-১০ লঞ্চের ইকবাল নামের এক যাত্রী জানান, মধ্যরাতের ওই দুর্ঘটনায় কীর্তনখোলা-১০ এর থেকে প্রিন্স আওলাদ-১০ লঞ্চটির বেশি ক্ষতি হয়েছে। তার মাঝ বরাবর তলা ফেটে গেছে। তাই নদীর মাঝে একটি চরে লঞ্চটিকে নোঙর করে রাখা হয়। তবে রাতেই শুভরাজ-৯ লঞ্চ ঢাকা থেকে এসে প্রিন্স আওলাদ-১০ এর যাত্রী নিয়ে বরিশাল চলে যায়। আর কীর্তনখোলা-১০ ধীর গতিতে ঢাকা পৌঁছেছে।

চাঁদপুর লঞ্চঘাটের টিআই সমর কৃষ্ণ বলেন, চাঁদপুর সদরের হরিণাঘাটের কাছাকাছি মেঘনা নদী অতিক্রমকালে লঞ্চ দুটির সংঘর্ষ হয়। ৫৮০ জন যাত্রী ছিল প্রিন্স আওলাদ লঞ্চটিতে। 

এসআই শেখ আব্দুর সবুর বলেন, ঘটনাস্থল চাঁদপুরের মেঘনা নদী হলেও ঠিক কোথায় সংঘর্ষ ঘটেছে, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কিন্তু ৯৯৯-এ কল আসে কীর্তনখোলা লঞ্চের যাত্রী থেকে। তারা আওলাদ ১০ লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার খবর জানিয়েছেন। লঞ্চগুলোর মাস্টারদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আল আমিন ভূঁইয়া/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর