ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮
ছবি : প্রতিনিধি
ঘিওরে চাঞ্চল্যকর সাবেক ছাত্রনেতা লাভলুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঘিওর নাগরিক রক্ষা কমিটি। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঘিওর থানার সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঘিওর নাগরিক কমিটির আহ্বায়ক আল মামুন ভুইয়া। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে প্রায় ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত বক্তব্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
জানা গেছে, গত ৯ ডিসেম্বর ঘিওর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রকাশ্য ছাত্রদলনেতা লাভলুকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় মনোয়ার গ্রুপের শীতল, বড় বাবু, তানভীর, তামিম, রায়হান, রাব্বি, ছোট বাবু, রূপক, রাসেল, নোমানসহ ২০ থেকে ৩০ জন। পরে লাভলুকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় গুরুতর আহত হন রাহাদুজ্জান আলতাফ, ঘিওর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ওয়ার্ড যুবদল নেতা হিমেল। এই ঘটনার ১৪ দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ বলছে, ইতিমধ্যে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
আফ্রিদি আহাম্মেদ/এমআই