Logo
Logo

সারাদেশ

গাজীপুরে আগুন

২ ঘণ্টা ধরে জ্বলছে কারখানা, নিহত ৩

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭

২ ঘণ্টা ধরে জ্বলছে কারখানা, নিহত ৩

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটির মোল্লাপাড়ায় এমঅ্যান্ডইউটিমস নামক বোতাম তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে জ্বলছে বোতাম তৈরির কারখানা। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। মেঘনা গ্রুপের কারখানা বলে জানা গেছে।

কারখানা সূত্রে জানা গেছে, রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন লাগে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আরও সাতজন আহত হয়েছেন। যদিও ফায়ার সার্ভিস জানিয়েছে, একজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রথমে আগুনের অল্প পরিসরে থাকলেও হলেও আধা ঘণ্টা পর বিশাল আকার ধারণ করে। কেমিক্যালের গোডাউনে আগুন লাগার কারণে চারপাশে ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি ফায়ার সার্ভিসের কর্মীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বোতাম ফ্যাক্টরিতে বিকট শব্দ হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে বিশাল আকার ধারণ করে। 

কারখানায় কর্মরত শ্রমিক শাহীন আলম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেল সোয়া তিনটা পর্যন্ত সাতজন শ্রমিক আহত হয়েছেন। নাম না প্রকাশ করার শর্তে একাধিক শ্রমিক জানান, প্রথমে স্বল্প পরিসরে হলেও কেমিক্যালের গোডাউনে আগুন লাগার কারণে চারপাশে ছড়িয়ে পড়ায় বিশাল আকার ধারণ করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদ হাসান জানান, আগুন লাগার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন বলেন, বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত একজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত করে জানা যাবে।

সোহেল/এমবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর