Logo
Logo

সারাদেশ

জামালপুরে প্রবীণ সাংবাদিক নুরুল হকের দাফন সম্পন্ন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮

জামালপুরে প্রবীণ সাংবাদিক নুরুল হকের দাফন সম্পন্ন

ছবি : প্রতিনিধি

জামালপুরের প্রবীণ সাংবাদিক নুরুল হকের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

সাংবাদিক নুরুল হক জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা ছিলেন। ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক দর্পণ ও দৈনিক জাহান পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি হিসেবে তার লেখালেখি শুরু হয়। 

১৯৮০ সালে মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তার পিতা কবিরত্ন আব্দুল হামিদ পল্লীকণ্ঠ নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশ করতেন।  তার বাবার মৃত্যুর পর সাপ্তাহিক পল্লীকণ্ঠ পত্রিকার হাল ধরেছিলেন সাংবাদিক নুরুল হক।

২০০৬ সালে ‘দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন’ নামে আরেকটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন।  ১৯৯১ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ফ্রিডম পার্টি থেকে (জামালপুর-৩) মেলান্দহ-মাদারগঞ্জ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। 

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জেলায় কর্মরত সকল সাংবাদিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তি বর্গের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এরআগে. শনিবার (২১ ডিসেম্বর) জামালপুর পৌর এলাকার বানিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর