পাবনায় শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৯
ছবি : প্রতিনিধি
নিয়ম বহির্ভূতভাবে পাবনা সদর উপজেলায় বহিরাগত শিক্ষক বদলির আদেশ বাতিল ও ১০% কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও পাবনার সচেতন মহল।
রোববার (২২ ডিসেম্বর) সকাল পৌনে ৯ টায় সদর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন শেষে জেলা সদরের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন পরাগ, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাঈদ-উল-ইসলাম, বালিয়া হালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নার্গিস খন্দকার, সহকারি শিক্ষক কেএমমুক্তাদির, জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাছির উদ্দিন, ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল করিম মামুন, বালিয়া হালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইজিবর রহমান, শিক্ষক আলাউদ্দিন, মাসুদ রানা, পাবিপ্রবি ছাত্র সমন্বয়ক জীবন মাহমুদ সহ অনেকে।
বক্তাগণ মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মোট পদের ৬৫% পদ পদোন্নতির মাধ্যমে ও ৩৫% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের বিধান রয়েছে। বর্তমানে পাবনা সদরে মোট ১৮৫ টি প্রধান শিক্ষক পদের ৬৫% হিসাবে পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য পদ ১২০টি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে প্রধান শিক্ষক পদে কর্মরত ১১৫ জনের মধ্যে কেউই পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হয়নি।’
বক্তারা আরও বলেন, ‘কর্মরত ১১৫ জনের মধ্যে ৪৪ জন বহিরাগত ও ৭১ জন সরাসরি নিয়োগপ্রাপ্ত। বহিরাগত শিক্ষক ১০% আসার বিধান থাকলেও নীতিমালা বহির্ভূতভাবে এসেছে ৩৯.৬৩%। অর্থাৎ কর্মরত পদ হিসাবে ১১জন বহিরাগত শিক্ষক আসার কথা থাকলেও সে স্থলে সদরে এসেছে ৪৪ জন প্রধান শিক্ষক, যেটি খুবই উদ্বেগের।’
মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, পাবনার সচেতন মহল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপস্থিত ছিলেন।
এসএ কামাল/এমআই