সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে স্থান পেলেন যারা
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:০০
ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জয়নাল আবদীন বাবলুকে আহ্বায়ক, জামাল উদ্দিন সেন্টুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সৈয়দ আলম ভুঞাকে সদস্যসচিব করে এ কমিটি করা হয়।
রোববার (২২ ডিসেম্বর) ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল সাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
অপরদিকে, মনজুর হোসেন বাবরকে আহ্বায়ক, এয়াছিন কমিশনারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নিজাম উদ্দিনকে সদস্যসচিব করে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এমজে