Logo
Logo

সারাদেশ

সিলেটে প্রজন্ম লীগ নেতাকে গণপিটুনি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:২০

সিলেটে প্রজন্ম লীগ নেতাকে গণপিটুনি

সিলেট মহানগর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক ছুরত আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

শেখ হাসিনাবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে ছুরত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিনি সোবহানীঘাট মৌবন এলাকার ইছমাইল আলীর ছেলে। তার মূল বাড়ি সুনামগঞ্জ জেলার রহমতপুর গ্রামে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে সিলেটের বন্দরবাজার এলাকার জেলা পরিষদ কার্যালয়ের সামনে ছুরত আলীকে দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। পরে তাকে গণপিটুনি দিতে শুরু করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

রেজাউল হক ডালিম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর