Logo
Logo

সারাদেশ

বরেন্দ্রে সারের কৃত্রিম সংকট, দাম নিয়ে কারসাজি

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১

বরেন্দ্রে সারের কৃত্রিম সংকট, দাম নিয়ে কারসাজি

ছবি : প্রতিনিধি

নওগাঁর বরেন্দ্র এলাকায় রবি মৌসুমের শুরুতেই সার নিয়ে কারসাজির অভিযোগ উঠেছে ব্যবসায়ী ও ডিলারদের বিরুদ্ধে। কৃত্রিম সংকট তৈরি করে সারের বস্তা প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে জেলায় সারের মজুত রয়েছে পর্যাপ্ত। কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার সুযোগ নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষি বিভাগের।

জানা গেছে, বিএডিসির ২০৫ ও বিসিআইসির ১২৭ নিবন্ধিত ডিলার জেলায় সার সরবরাহের কাজ করছে। চলতি মৌসুমে জেলায় ৩১ হাজার হেক্টর জমিতে রবি ফসল ও ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এসব ফসলের বিপরীতে ডিওপি, এমওপি ও ইউরিয়া সারের বরাদ্দ ধরা হয়েছে ৬২ হাজার মেট্রিক টন।

সরকার প্রতি কেজি ইউরিয়া সারের দর ২৭ টাকা, টিএসপি ২৭, এমওপি ২০ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু নওগাঁর মাঠ পর্যায়ে মিলছে না চাহিদা অনুযায়ী সার। যদিও কিছু দোকানে সার মিলছে তবে নানা সংকট দেখিয়ে কেজিতে ৫ থেকে ৭ টাকা বেশি দরে কিনতে হচ্ছে চাষিদের।

নওগাঁর নিয়ামতপুর গাবতলির সোনার পাড়া এলাকার চাষি জাকারিয়া  বলেন, ‘আতপ ধান লাগিয়েছি। এখন সার দিতে হচ্ছে। কিন্তু বাজারে গেলে প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে।’

চাষি আব্দুল গফুর  বলেন, ‘সরকার সারের দাম নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করেন ব্যবসায়ীরা। বর্তমানে সরকারকে কৃষকদের দিকে নজর দেওয়ার অনুরোধ রইল।’

সার উত্তোলন ও সরবরাহে নানা অজুহাতে অধিক দাম নেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। তবে ব্যবসায়ী নেতাদের দাবি সারের কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু খুচরা ব্যবসায়ীরা।

নওগাঁ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত সার আছে। কোনো ডিলার বেশি দাম নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সারের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার সুযোগ যারা নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এম এ রাজ্জাক/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর