Logo
Logo

সারাদেশ

সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

মাদকাসক্ত ছেলে রিফাত। ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের  টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মো. শফিকুল ইসলাম (৪৫) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে রিফাত (২০) পলাতক রয়েছেন। 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকার গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহতের স্ত্রী রোজিনা বেগম জানান,‘সকালে তার ছেলে বিশ হাজার টাকা চায়, টাকা দিতে অস্বীকার করলে মায়ের সাথে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে বাবা উপস্থিত হয়ে ছেলেকে চড়-থাপ্পড় দেয়। ছেলে উত্তেজিত হয়ে ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে শফিকুলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, ‘স্থানীয় কয়েকজন মাদকসেবীদের সঙ্গে বন্ধুত্বে জড়িয়ে পড়ে রিফাত। মাদকের টাকা না পেয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ‘ছেলের হাতে বাবার খুনের বিষয়টা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

মো. সজীব হোসেন/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর