শ্রীপুরে বসতবাড়িতে আগুনে ৪৫ লাখ টাকার ক্ষতি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ২২:০৭
গাজীপুরের শ্রীপুরে তিনটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে বসতবাড়ির প্রায় ৩৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রোববার (২২ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বেড়াইদের চালা গ্রামের সেকেন্দার মাস্টারের বাড়িতে এই আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদ হাসান জানান, পৌরসভার বেড়াইদের চালা এলাকায় সেকেন্দার মাস্টারের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগে একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তেই আশপাশের আরও দুটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
তিনি আরও জানান, তিনটি বসতবাড়িতে আগুনের ঘটনায় ৩৫টি কক্ষ পুড়ে গেছে। এতে ৪৫-৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের ওইসব বসতবাড়ির কক্ষগুলোতে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।
সোহেল/এমবি