Logo
Logo

সারাদেশ

সপ্তাহের ব্যবধানে আবারও ৬ গরু চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১

সপ্তাহের ব্যবধানে আবারও ৬ গরু চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) ভোররাতে শ্রীপুর পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের লোহাগাছ এলাকায় এ ঘটনা ঘটে। 

গরুর মলিক হারুন অর রশিদ জানান, সোমবার রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরু আছে দেখতে পান। তারপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৪ টার দিকে আবার গিয়ে দেখেন, গোয়ালায় গরু নেই। তালা ভাঙা।

নিঃস্ব হারুন কেঁদে কেঁদে বলেন, শুনেছি একটি পিকআপ নিয়ে বাড়ির সামনে দীর্ঘক্ষণ পাহারা দিয়েছে দুর্বৃত্তরা। রাত পোহানোর আগেই গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু নিয়ে যায়। সকালে উঠে দেখি গরু নেই। 

তিনি আরও জানান, চুরি হওয়া গরু ছয়টির মধ্যে তিনটি গাভী, দুইটি বকনা গরু এবং একটি বাছুর ছিল। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।

এর আগে, গত শনিবার (১৪ ডিসেম্বর) একই এলাকার সাতরাস্তা থেকেও ৬টি গরু চুরি হয়। সপ্তাহের ব্যবধানে পরপর একডজন গরু চুরি হওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর