সাদপন্থিদের বিচারের দাবিতে আশুলিয়া থানায় স্মারকলিপি
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০৫
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলায় হতাহতের ঘটনায় জড়িতদের বিচার ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে সাভারের আশুলিয়া থানায় একটি স্মারক লিপি প্রদান করেছে জুবায়ের পন্থিরা।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় আশুলিয়া থানা উলামা পরিষদের সভাপতি ইলিয়াস কাশেমীর নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উলামা পরিষদ ও সর্বস্তরের তাওহিদি জনতার ব্যানারে থানার প্রধান ফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে আগত উলামা পরিষদসহ বিভিন্ন স্তরের পাঁচ শতাধিক তাওহিদি জনতা উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানা উলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম বাহার ও সহসাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনটির সভাপতি ইলিয়াস কাশেমী, সিনিয়র সহসভাপতি মওলানা আতাউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ আশরাফ প্রমুখ।
হাসান ভুঁইয়া/এমবি