সাভারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ধামরাইয়ের কুটিরচর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে সাবজুল হোসেন (২২), লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরকাদিয়া গ্রামের মৃত মনিরুল হকের ছেলে মো. ফারুক হোসেন (৩৮) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার ভবানিপুর গ্রামের মৃত সাহেব আলী মন্ডলের ছেলে মো. রফিকুল মিয়া (৩৪)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের রেডিও কলোনি এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হাসান ভুঁইয়া/এমবি