Logo

সারাদেশ

রিকশা চুরির মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৪

রিকশা চুরির মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

ফেনীর দাউদপুল কাঁচাবাজারে আসা এক সবজি বিক্রেতার থেকে চাঁদা না পেয়ে সিএনজি অটোরিকশা চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত তিনজনকে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে পুলিশ গ্রেপ্তার করে।

তাদের মধ্যে একজন ফেনী পৌর যুবদল সদস্য মোতালেব পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীর ভাই। 

জানা গেছে, গত ৩ নভেম্বর রাত ১০টায় সিএনজি অটোরিকশায় সবজি নিয়ে দাউদপুল কাঁচাবাজারের উদ্দেশ্যে রওনা হন ফটিকছড়ির আনোয়ার হোসেন। ওই রাতেই বাজার থেকে গাড়ীটি চুরি হয়। খোঁজাখুঁজির পর গাড়ি চোরদের শনাক্ত করা হলে মোতালেব পাটোয়ারী ও তার সহযোগীরা দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। 

 সিএনজি অটোরিকশার মালিক আবু আহম্মদ জানান, ‘ধারদেনা করে মোতালেব, আলফাজ ও রুবেলকে ২০ হাজার টাকা দিয়েছি। ১ ডিসেম্বর রাতে আবার আমার কাছে মোবাইল ফোনে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি কাউকে জানালে গাড়ি বিক্রির হুমকি দেয়।’

 এ ঘটনায় চুরি যাওয়া অটোরিকশার মালিক বাদী হয়ে মোতালেব পাটোয়ারীসহ ৬ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। 

এ বিষয়ে ওই মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই বেলাল হোসেন বলেন, ‘এ ঘটনায় মোতালেব পাটোয়ারী, আলফাজ ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধারে চেষ্টা চলছে। ’

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর