তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে রাজশাহীতে মিছিল
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৫৩
রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় নগরীর তালাইমারিতে মহিলা দলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। সেই সাথে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সকল খুনি দুর্নীতিবাজ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।
এসএস/ওএফ