Logo
Logo

সারাদেশ

৬ শতাধিক শীতার্ত পরিবারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮

৬ শতাধিক শীতার্ত পরিবারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়িতে ছয় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

দীর্ঘদিন ধরে পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নানা ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে খাগড়াছড়ি রিজিয়ন। এই কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যা শীতকালীন কষ্ট সহ্য করা মানুষের জন্য একটি বড় সহায়তা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহসভাপতি এইচ এম প্রফুল্লসহ জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র পেয়ে সাধারণ জনগণ অত্যন্ত আনন্দিত হন এবং সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি রিজিয়ন তাদের মানবিক দৃষ্টিভঙ্গি এবং পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি সহানুভূতির নিদর্শন রাখল।

ছোটন বিশ্বাস/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর