কুড়িগ্রামে তুচ্ছ ঘটনায় হাতাহাতি, প্রাণ গেল যুবদল নেতার
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯
কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে হাতাহাতির সময় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলমের মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল উলিপুর পৌর শহরের কাজিরচক এলাকার ডিশ ব্যবসায়ী আয়নাল হকের একমাত্র ছেলে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
আশরাফুল ইসলামের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা লাঠি-সোটা নিয়ে রাস্তায় নেমে আসে। এ সময় প্রতিপক্ষের দোকান-পাটে হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর পক্ষের লোকজন সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, দুই পক্ষের ধাক্কা-ধাক্কির ঘটনায় একজন মাটিতে পড়ে গিয়ে মারা গেছেন বলে শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওএফ