Logo

সারাদেশ

বিশাল শকুনের দেখা মিলল টাঙ্গাইলে

Icon

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:২০

বিশাল শকুনের দেখা মিলল টাঙ্গাইলে

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিশাল আকৃতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ধনবাড়ী উপজেলার বানিয়াজান উত্তরপাড়া গ্রামের একটি বাড়ির সামনে গাছ থেকে পড়ে যায় শকুনটি। পরে বন বিভাগকে অবহিত করলে শকুনটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে আশরাফ আলীর বাড়ির সামনের পড়ে যায়। শকুনটি অসুস্থ থাকায় উড়তে পারছিল না। পরে স্থানীয়রা ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানকে বিষয়টি জানায়। তিনি ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদকে জানালে বন বিভাগের কর্মীরা শকুনটি উদ্ধার করে।

টাঙ্গাইল বন বিভাগ জানায়, শকুন আটকের খবর পেয়ে শুক্রবার রাত ৯টার মধুপুর জাতীয় উদ্যান থেকে একটি দল পাঠানো হয়। তারা শকুনটি উদ্ধার করে।

ধনবাড়ীর ইউএনও আবু সাঈদ জানান, শকুন পাওয়া গেছে জানতে পেরে টাঙ্গাইল বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি। 

মধুপুর জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ধনবাড়ীর বানিয়াজান এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। চিকিৎসা পর মধুপুর শাল-গজারি বনে শকুনটিকে অবমুক্ত করা হবে।

হাফিজুর রহমান/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর